মায়াবী মরুর গোলাপ
গোলাপ চেনেন না এমন ফুলপ্রেমী কেউ আছেন কি? না মনে হয়। কিন্তু মরুর গোলাপ কি সবাই চেনেন? কিছুটা গোলাপের মতো দেখতে বহু রঙে রঙিন মরুর গোলাপ বা মরুভূমির গোলাপ বা এডেনিয়াম, যা বেশ কয়েক বছরে ফুলপ্রেমী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করে নিয়েছে। কম যত্ন, কয়েকদিন পরপর পানি দেয়ার সুবিধা, ফুলের পরিমাণ…